About


Familiarity with Animals (FWA) এর বাংলা অর্থ হচ্ছে প্রাণীদের সাথে পরিচিতি। এটি মুলত প্রানীদের সম্পর্কিত একটি ব্লগ সাইট। তাই এই ব্লগের পোস্টগুলো সব ধরনের মেরুদণ্ডী প্রানী, অমেরুদন্ডী প্রানী, পরজীবি, পরিবেশ, জীব বৈচিত্র, বাস্তুতন্ত্র সম্পর্কিত বিষয়গুলো নিয়েই লিখা হবে।  

আমাদের চারপাশ জীব বৈচিত্রে ভরপুর। আবার ভৌগলিক অবস্থানের কারনের পৃথিবীর একেক অঞ্চলের জীব বৈচিত্র একেক ধরনের। ভৌগলিক অবস্থানের কারনে আমরা বিশাল এই জীববৈচিত্র সম্পর্কে খুব কমই জানি। আবার নিজেদের আশেপাশের জীব বৈচিত্র সম্পর্কেও পরিপূর্ণ ধারনা রাখি না। আমার এই ব্লগ সাইটের উদ্দেশ্য হচ্ছে এই অজানা জীব বৈচিত্র সম্পর্কে নিজে জানা এবং নিজে যা জেনেছি তা সবার সাথে শেয়ার করে নেওয়া।


উদ্দেশ্য:

প্রতিটি জীবই আমাদের কল্যানে নিয়োজিত। প্রতিটি জীবনেরই বেঁচে থাকার অধিকার রয়েছে।জীবদের নিরাপত্তা ও জীবের গুরুত্ব সম্পর্কে ধারনা দেওয়াই এই সাইটের উদ্দেশ্য।
আমাদের পরিবেশের সকল প্রানই গুরুত্বপূর্ণ। হোক তা বন্য কিংবা গৃহপালিত। সকল প্রানই আমাদের পৃথিবীকে করে তুলেছে বসবাসের যোগ্য। অথচ আমরা নিয়মিত আমাদের প্রয়োজনে জীবদের নিধন করছি। যা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। যার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। আমাদের এই ব্লগ সাইটে সকল পরিচিত ও অপরিচিত প্রানীদের নিয়ে লিখা হয়। যাতে করে আমরা  প্রানীদের গুরুত্ব বুঝতে পারি এবং আমরা প্রাণীদের জন্য একটি নিরাপদ পৃথিবী তৈরি করতে পারি।
সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আরো অনেক প্রানী বিলুপ্তির পথে। কোন একটি প্রানীর বিলুপ্তির জন্য অন্য সব কারনের ছেয়ে মানুষ সৃষ্ট কারনটাই সবছেয়ে বেশী। কেউ যখন প্রানীর গুরুত্ব সম্পর্কে জানতে পারবে তখন সে সেই প্রানীর প্রতি ভালোবাসা প্রদর্শন করবে। আর জীবনের প্রতি ভালোবাসাই জীবকে টিকিয়ে রাখতে পারবে।  তাই জীবের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং মানুষ্য সৃষ্ট কারনে কোন প্রানী বিলুপ্ত না হয় তা প্রতিষ্ঠা করাটাই আমার উদ্দেশ্য।


লক্ষ্য:


০১. সকল প্রানীদের গুরুত্ব সম্পর্কে অবহিত করা। 

০২. প্রানীদের জন্য একটি নিরাপদ পৃথিবী সৃষ্টি করা।

০৩. মানুষের যে সকল কাজ পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে সেই সব কাজ তুলে ধরা যাতে করে মানুষ সেই সব কাজ সম্পর্কে সচেতন হয়। 

০৪. প্রানী এবং পরিবেশের মাঝে যে বাস্তুতান্ত্রিক যোগাযোগ ব্যবস্থা আছে তা সম্পর্কে  অবহিত করা।

০৫. প্রানীদের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা।

০৬. প্রানীদের প্রজননকালীন আচরন ও সামাজিক আচরন সম্পর্কে অবহিত করা।

আমার ব্লগের কোন পোস্ট যদি কারো কোন উপকারে আসে এবং কেউ যদি এর মাধ্যমে প্রানীদের প্রতি ভালোবাসা দেখায় তবে তাই হবে আমার এই ব্লগ সাইটের সার্থকতা।

আমার সম্পর্কে :

নাম                              ঃ  শিবলী (Sebly), যদিও এই নামে কেউ ডাকে না।
গ্রাজুয়েশন                  ঃ  বিএসসি (সম্মান), প্রানী বিজ্ঞান, প্রথম শ্রেনী।
পোস্ট গ্রাজুয়েশন       ঃ  এমএসসি (কীটতত্ত্ব), প্রথম শ্রেনী।
কর্মজীবন              ঃ   জীবনের প্রথম চাকুরীর পরীক্ষা দিয়ে একটি ‍বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত আছি। 

প্রথম চাকুরী পরীক্ষা দিয়েই চাকুরী হয়ে যায়। ভেবেছি এরপর অন্য কোথায়ও চেষ্টা করবো তাই লেগে থাকার জন্য নিজের পঠিত বিষয় বাদ দিয়ে সম্পূর্ণ ভিন্ন সেক্টরে কাজ শুরু করি। কিন্তু কপালের কি লিখন  এর পর কয়েক শত পরীক্ষা দিয়েছি দুই একবার  ভাইবাও দিয়েছি। কিন্তু কোথায়ও কোন চাকুরী হয় নি। তাই বর্তমান চাকুরী নিয়েই খুশি আছি। তবে প্রানী বিজ্ঞান পড়ার কারনে প্রানীদের  প্রতি যে ভালোবাসা তৈরী হয়েছে তা তো শেষ হয়ে যায় নি। তাই এই ব্লগ তৈরী করেছি যাতে করে নিজের মনের মতো করে লিখতে পারি। যদিও স্ত্রী সন্তান, চাকুরি নিয়ে মহা ব্যাস্ত তাই সময় খুব কমই পাই। তবে সময় পেলে লিখার সুযোগ হাত ছাড়া করি না।


ছোটখাট অর্জনঃ 

২০১৩ সালের জাতীয় বিজ্ঞান মেলায় আমাদের জেলা হতে সিনিয়র গ্রুফে চ্যাম্পিয়ান হই এবং জাতীয় পর্যায়ে তৃতীয় হই। মোটামুটি এক জীবনে এটাই আমার অর্জন।